বিবিপি নিউজ: দৈনিক সংক্রমণে হার আবারও কাঁপন ধরাচ্ছে শিরদাঁড়ায়। পুজোর ভিড়ে বিশেষজ্ঞদের দেখা অশনি সংকেত এখন অক্ষরে অক্ষরে প্রমাণিত। উৎসব এখনও শেষ হয়নি, বাকি রয়েছে জগদ্ধাত্রী পূজা। আর এই পুজোর আগেই চড়চড়িয়ে প্রতিদিন ঊর্ধ্বগামী মহানগরের সংক্রমণের গ্রাফ। রাজ্যের এহেন পরিস্থিতিতে চিন্তায় বিশেষজ্ঞরা। বাড়ছে কোভিড মৃত্যু।
বুধবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫৩। যা নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ৭৩২। একদিনে কোভিড মৃত্যুর সংখ্যা ১৫। মৃত্যুর হার ১.২০ শতাংশ। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৭ হাজার ৯৪৫।
করোনা আক্রান্তের নিরিখে এখনও প্রথম স্থানে কলকাতা এদিন শহরের কোভিড আক্রান্তের সংখ্যা ২২৭। যা রীতিমতো আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ১৫৩।