বিবিপি নিউজ: তিনি একদিকে পুলিশকর্তা অন্যদিকে পশুপ্রেমী। এবার সেই প্রেমের টানেই একটি হায়নার লালনপালনের দায়িত্ব নিলেন। তিনি আর কেউ নন, হাওড়ার ডেপুটি কমিশনার (সদর) দ্যুতিমান ভট্টাচার্য।জানা গেছে, আলিপুর চিড়িয়াখানার একটি ‘স্ট্রাইপ্ড হায়না’-কে দত্তক নিয়েছেন ডিসিপি। চিড়িয়াখানা সূত্রে খবর, গত ২৫ তারিখ ওই পুলিশকর্তার প্রাণীশালার সঙ্গে যোগাযোগ করে একটি হায়নাকে দত্তক নেওয়ার আবেদন জানান।
এক বছরের জন্য প্রাণীটির খাওয়া-দাওয়া সহ চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে তাঁর ১৫ হাজার টাকা খরচ হবে। গত ২৫ অক্টোবর থেকে ২০২২ সালের ২৪ অক্টোবর পর্যন্ত তাঁর দায়িত্বভার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন পুলিশকর্তা।