কোহলির শিশু কন্যাকে ধর্ষণের হুমকি, গ্রেফতার বিকৃতমস্তিষ্ক যুবক - BBP NEWS

Breaking

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

কোহলির শিশু কন্যাকে ধর্ষণের হুমকি, গ্রেফতার বিকৃতমস্তিষ্ক যুবক



বিবিপি নিউজ: চলতি বছরের শুরুর দিকে বাবা হয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কিছুদিন আগে তার ৯ মাস বয়সী শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দিয়েছিল এক বিকৃতমস্তিষ্ক যুবক। অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ।


বুধবার হায়দরাবাদ থেকে ২৩ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের বিশেষ দল। তাকে ট্রানজিট রিমান্ডে নিতে পারে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, রামনাগেশ শ্রীনিবাস আকুবাথিনি নামের ওই যুবক আসলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর আগে একটি ফুড ডেলিভারি অ্যাপে কাজ করত রামনাগেশ। টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর বিরাট কোহলির ৯ মাসের মেয়েকে ধর্ষণের হুমকি দেয় সে। তারপর থেকেই সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সাহায্যে ওই যুবকের খোঁজ শুরু করে মুম্বাই পুলিশ।


অবাক করা বিষয়, কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার পর ভয়ে নিজের টুইটার হ্যান্ডেলটি পুরোপুরি বদলে ফেলে অভিযুক্ত। এমনকি নিজেকে পাকিস্তানি বলে পরিচয় দেওয়ার চেষ্টা করে সে। এমনকি টুইটারে সে পাকিস্তানিও সেজেছিল। কিন্তু তার কোনো জারিজুরিই কাজ করেনি।


প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পরে মোহাম্মদ শামিকে অনেকেই ট্রল করেছিল। এর প্রতিবাদে কোহলি বলেছিলেন, ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে শামি। ধর্ম নিয়ে ওকে আক্রমণ করা অন্যায়। এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর অনলাইনে হেনস্তার শিকার হন স্বয়ং কোহলি। এমনকী তার মাত্র ৯ মাসের মেয়ে ভামিকাকে অনলাইনে ধর্ষণের হুমকি দেয় রামনাগেশ শ্রীনিবাস নামের ওই যুবক।


কোহলি-কন্যাকে জঘন্য হুমকি দেওয়ার জেরে দিল্লিতে আলোড়ন তৈরি হয়। গোটা দেশ এই ঘটনার নিন্দায় সরব হয়। খোদ দিল্লির মহিলা কমিশন এ বিষয়ে হস্তক্ষেপ করে। দিল্লির পুলিশ কমিশনারকে এই ঘটনার এফআইআরের প্রতিলিপি জমা দেওয়ার কথা জানায় মহিলা কমিশন। দেশজুড়ে প্রতিবাদের বহর দেখে সক্রিয় হয়ে ওঠে মুম্বাই পুলিশ। তাদের সক্রিয়তাতেই বিকৃতমস্তিষ্ক সেই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হল।

Pages