বিবিপি নিউজ: হাতের তালুতে সুইসাইড নোটে লেখা রয়েছে "আমার মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ি"। বছর একুশের গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল টালিগঞ্জে। বুধবার রাতে বাড়িতেই দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।প্রয়াত বধূর নাম পূজা চন্দ।তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে পূজার বিয়ে হয়। তাঁর শ্বশুরবাড়িতে অশান্তি চলছিল বলেও জানা গিয়েছে। মৃতার হাতের তালুতে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য শাশুড়ি দায়ী।পূজার বাবা টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ৩০৪ বি ধারায় মামলা শুরু করেছে পুলিশ। পণের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনও চাপ দেওয়া হচ্ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এক পুলিশকর্তা। এই ঘটনায় বৃহস্পতিবার পূজার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গ্রেফতার করা হয় তাঁর শাশুড়িকেও। তবে কি কারনে আত্মহত্যা করলেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।