তবে কি মানসিক অবসাদে ভুগছেন অরিজিৎ সিং? একের পর এক ট্যুইট ঘিরে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

তবে কি মানসিক অবসাদে ভুগছেন অরিজিৎ সিং? একের পর এক ট্যুইট ঘিরে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়



বিবিপি নিউজ: বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। তাঁর গাওয়া গানে মুগ্ধ ফ্যানেরা। বর্তমান প্রজন্মের কাছে তাঁর গান সুখ থেকে দুঃখের সাথী‌।  কিন্তু এবার সেই সঙ্গীতশিল্পীই কি মানসিক অবসাদে ভুগছেন ? সোশ্যাল মিডিয়ায় একের পর এক ট্যুইটে ভরেছেন অরিজিৎ।ট্যুইটারে অরিজিৎ লিখেছেন, "কিছু বলার আছে তাঁর। সবটা লিখে প্রকাশ করা সম্ভব নয়। তাই ভিডিও করে সকলের সামনে বলতে চান। শুধু তাইই নয়। কোথাও আবার লিখেছেন, 'ভগবান আমার সহায় হোক। আমি একজন ভাল মানুষ হতে চাই।' আচমকা কেন এগুলো লিখলেন অরিজিৎ সিং! 




জনপ্রিয় গায়কের এমন ট্যুইটে প্রশ্ন সকলের মনে। কারও কারও মনে হয়েছে, সম্ভবত অবসাদে ভুগছেন গায়ক। তাঁর অনুভূতি প্রকাশ করতে পারছেন না বলেই হয়তো এগুলো লিখেছেন। একের পর এক টুইটে আরও বহু কিছুই ফাঁস করেছেন অরিজিৎ সিং। কখনও আবার লিখেছেন, 'তোমার কথা মনে পড়ছে মা!' জনপ্রিয় গায়ক অরিজিতের টুইট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। চুপ করে বসে থাকতে পারেননি অনুরাগীরা। সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছেন বহু মানুষ। কেউ লিখেছেন, 'আপনি চিন্তা করবেন না। আমরা আপনার সঙ্গে আছি।' আবার কেউ লিখেছেন, 'আপনি লাইভে আসুন। আমাদের সঙ্গে কথা বলে মন ভাল রাখুন।' কিন্তু অগণিত ভক্তদের মন্তব্যের পরেও টুইটারে কোনও ভিডিও শেয়ার করেননি তিনি। উল্টে আরও অপ্রাসঙ্গিক কিছু টুইট করেছেন অরিজিৎ। 

বিতর্ক শুরু হওয়ার আগেই ভুল ধারণা শুধরে দিয়েছেন হাতেগোনা কয়েকজন ভক্ত। টুইটার থেকে ফেসবুক, এমনকী ইনস্টাগ্রামেও অরিজিৎ-ভক্তদের সতর্ক করে কেউ কেউ লিখেছেন, আদতে সেই টুইটগুলো অরিজিতের করা নয়। তাঁর টুইটার প্রোফাইল ভেরিফায়েড। নামের পাশে রয়েছে নীল টিক চিহ্ন। অরিজিৎ এবং তাঁর স্ত্রীর ছবি ব্যবহার করে কেউ একজন টুইটারে আরও একটি প্রোফাইল খুলে এই টুইট করেছেন। নিজস্ব প্রোফাইল থেকে অরিজিতের শেষ টুইট ছিল ৬ দিন আগে। একটি গানের প্রচার করতে টুইট করেছিলেন তিনি। ফেক প্রোফাইলের টুইট নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি অরিজিৎ। 

Pages