মন্ত্রীত্ব নাকি মেয়র? এক ব্যক্তি এক পদের গেরোয় ফিরহাদ হাকিম - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

মন্ত্রীত্ব নাকি মেয়র? এক ব্যক্তি এক পদের গেরোয় ফিরহাদ হাকিম

 



বিবিপি নিউজ:‌ একুশের বিধানসভা নির্বাচনে রেকর্ড গড়ে জয়ী হলেন রাজ্যের শাসকদল তৃনমূল। আর এই বিধানসভা নির্বাচনের পরে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীত্বের আসনে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এসে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি চালু করেছে তৃণমূল। এই নীতির কারণে ছয় মন্ত্রীকে একাধিক দায়িত্ব থেকে সরানো হয়েছে। এবার সেই নীতির গেরোয় পড়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক (প্রাক্তন মেয়র) তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে।


আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট হতে পারে। সেই ভোটে তৃণমূলের মেয়র পদপ্রার্থী হিসেবে কে দাঁড়াবেন? কারণ এক ব্যক্তি এক পদ নীতি অনুযায়ী আর পদ পাবেন না ফিরহাদ। তাহলে? শোনা যাচ্ছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে প্রার্থী করা হতে পারে।তৃণমূলের নীতিতে মেয়র বা মন্ত্রী, যে কোনও একটি পদে থাকতে পারবেন ফিরহাদ। জানা গিয়েছে, প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক প্রস্তাব করেছে, মেয়র নয়, মন্ত্রী থাকুন ফিরহাদ। নতুন কোনও নির্বাচিত কাউন্সিলরকে করা হোক মেয়র। 


২০১৮ সালের নভেম্বর মাসে শোভন চট্টোপাধ্যায় কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন। তখন সেই পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরহাদ হাকিমকে বসান। পাশাপাশি, রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রীর দায়িত্বও ছিলেন তিনি। বিধানসভা নির্বাচনের পর মমতার তৃতীয় মন্ত্রিসভায় ফিরহাদকে পরিবহণ ও আবাসন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালে করোনা সংক্রমণের কারণে পুরভোট হয়নি। তবে কলকাতার পুর প্রশাসকের দায়িত্বও দেওয়া হয়েছিল ফিরহাদকেই।

Pages