"বাংলা থেকে তিন কেন্দ্রীয় মন্ত্রী কোনো কাজের না" ভাইরাল অডিয়ো ক্লিপে বিস্ফোরক সৌমিত্র - BBP NEWS

Breaking

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

"বাংলা থেকে তিন কেন্দ্রীয় মন্ত্রী কোনো কাজের না" ভাইরাল অডিয়ো ক্লিপে বিস্ফোরক সৌমিত্র

 


বিবিপি নিউজ: ফের ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ বিজেপিতে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে নিয়ে বঙ্গ বিজেপিতে অস্বস্তি নতুন নয়। তবে এবার ফাঁস হল এক অডিয়ো ক্লিপ, যেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে তিনটের বেশি আসন পাবে না বিজেপি। এমনকি তিনি নিজেও জিতবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন গেরুয়া শিবিরের এই সাংসদ। 


ভাইরাল অডিয়ো ক্লিপে সাংসদ বলেছেন, ‘শান্তনু ঠাকুর বাদে বাকি তিনজন মন্ত্রী কোনও কাজের নয়।’ নাম উল্লেখ করে তিনি বলেছেন নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছেন, এতে দলের কর্মীদের কিছু যায় আসে না, সুভাষ সরকারের ক্ষেত্রেও একই মন্তব্য করেছেন তিনি। মন্ত্রিত্ব নিয়ে আক্ষেপ স্পষ্ট সৌমিত্রের গলায়। পাশাপাশি তাঁর অভিযোগ, নিশীথকে মন্ত্রী করে আদতে হিন্দুদের মধ্যেও ভাগাভাগি করে দিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, রাজবংশী ভোট এবার বড় ফ্যাক্টর ছিল বিজেপির কাছে। বিধানসভা নির্বাচনে সেই ভোটেও থাবা বসিয়েছে তৃণমূল। তাই রাজবংশী ভোট ধরে রাখতেই নিশীথকে মন্ত্রী করা হয়েছে বলে ইঙ্গিত সৌমিত্রের। লোকসভা নির্বাচন পর্যন্ত নিজের কেন্দ্রের বাইরে বেরবেন না বলেও উল্লেখ করেছেন তিনি।সাংসদ মনে করেন, দার্জিলিং-এর একটি আসন ও উত্তরবঙ্গে ২-১টা আসন ছাড়া লোকসভায় আর আসন পাওয়ার সম্ভাবনা নেই। তাঁর দাবি, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে একটাও আসন দিতে পারবে না আর নিশীথ প্রামাণিক নিজের কেন্দ্রে ৫০ হাজার ভোটে হেরে যাবে।সৌমিত্রের দাবি, পূর্ব মেদিনীপুরে একটা আসনও জিততে পারবেন না শুভেন্দু অধিকারী। সদ্য বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া তিন সাংসদ ‘কোনও কাজের নয়’ বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি বিবিপি নিউজ। তবে এই অডিয়ো ক্লিপ যে নতুন করে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়াল, তা বলাই বাহুল্য। শনিবার প্রকাশ্যে এসেছে ওই অডিয়ো ক্লিপ, যেখানে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে কথা বলছেন সৌমিত্র। বঙ্গ বিজেপির অবস্থা যে খুব একটা ভালো নয়, সেটাই তাঁদের আলোচনার মূল বিষয় ছিল। 

Pages