কলকাতায় পৌঁছলেন টিম ইন্ডিয়া, বিমানবন্দর থেকে সোজা হোটেলে - BBP NEWS

Breaking

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

কলকাতায় পৌঁছলেন টিম ইন্ডিয়া, বিমানবন্দর থেকে সোজা হোটেলে

 


বিবিপি নিউজ: গতকাল রাঁচিতে বাজিমাত করেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টি-২০ ক্রিকেটে প্রথম ভারতীয় ওপেনিং জুটি হিসেবে শুক্রবার এক অনন্য নজির গড়েছেন রোহিত শর্মা এবং কেএল‌ রাহুল। পরপর পাঁচটি ম্যাচে ওপেনিং জুটিতে ভারতের এই দুই ব্যাটার অর্ধশতরানের পার্টনারশিপ গড়লেন।  ফলে রাঁচীতে সিরিজ জেতা হয়ে গিয়েছে। এ বার লক্ষ্য ৩-০ করা। সেই লক্ষ্য নিয়ে শনিবার দুপুরে কলকাতায় পা রাখল ভারতীয় ক্রিকেট দল।



আজ শনিবার দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলের পথে রওনা হন ক্রিকেটাররা। শুধু রাহুল দ্রাবিড় হোটেলে যাননি। ভারতীয় দলের নতুন কোচ সোজা ইডেনে চলে যান পিচ দেখতে। রবিবার ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা। শুক্রবার মহেন্দ্র সিংহ ধোনির শহরে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। অর্থাৎ ইডেনে ম্যাচ নিয়মরক্ষার। কিন্তু তাকে কোনও মতেই খাটো করে দেখছে না দল। সিরিজ শুরুর আগেই ভারতের নতুন টি২০ অধিনায়ক রোহিত ও নতুন কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন আগামি বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তৈরি হচ্ছেন তাঁরা। তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।


শনিবার কলকাতায় পা রেখেছে নিউজিল্যান্ড দলও। সিরিজ আগেই হেরে গিয়েছেন টিম সাউদিরা। রবিবার তাঁদের কাছে সুযোগ কিছুটা সম্মানজনক ভাবে সিরিজ শেষ করা। যদিও আগের দু’ম্যাচের মতো ইডেনেও টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে টি-২০ ম্যাচের জন্য দর্শকদের সুখবর দিল কলকাতা মেট্রো রেল। রাত দশটায় দুটি স্পেশালে মেট্রো চালাবে ।‌ এই মেট্রো চলবে এসপ্লানেড থেকে কবি সুভাষ পর্যন্ত অন্যদিকে এসপ্লানেড থেকে দক্ষিনেশ্বর পর্যন্ত। তবে মেট্রোয় উঠতে গেলে লাগবে স্মার্ট কার্ড। কোনো টোকেনের ব্যাবস্থা নেই। স্মার্ট কার্ড স্টেশনেই পাওয়া যাবে।

Pages