বিবিপি নিউজ: বুধবার সাতসকালে ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইএম বাইপাসে মেট্রোপলিটন মোড়ের কাছে। একটি বিজ্ঞাপনের হোডিং-এ একটি দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তারই পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও মৃত ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ইএম বাইপাসে মেট্রোপলিটন মোড়ের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহটি দেখতে পায়। তবে বিজ্ঞাপনের হোর্ডিং থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে প্রগতি ময়দান থানার পুলিশকে খবর দেওয়া হলে মৃতদেহটিকে উদ্ধার করা হয়। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।