খেলা প্রেমীদের কথা মাথায় রেখে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিন গভীর রাতেও মিলবে মেট্রো - BBP NEWS

Breaking

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

খেলা প্রেমীদের কথা মাথায় রেখে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিন গভীর রাতেও মিলবে মেট্রো


বিবিপি নিউজ: আগামীকাল ২১ নভেম্বর তৃতীয় টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। এদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে নিউজিল্যান্ড। আর এই ম্যাচ উপলক্ষে দর্শকদের কথা ভেবেই অভিনব সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। কারন ম্যাচ উপলক্ষে রাতে বিশেষ ট্রেন চালাবে মেট্রো। দর্শকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে জানা গেছে। ফলে বাড়ি ফিরতে হাপিত্যেশ করে বাসের জন্য দাঁড়িয়ে থাকা বা বেশি ভাড়া দিয়ে কোনওরকমে ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের ব্যবস্থা করতে হবে না। ম্যাচ শেষে ট্রেনেই ফেরা যাবে। 





কলকাতা মেট্রো জানিয়েছে, আগামী ২১ নভেম্বর তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে রাতের জন্য দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দুটিই ছাড়বে এসপ্ল্যানেড স্টেশন থেকে। রাত সাড়ে দশটায় একটি রওনা দেবে কবি সুভাষের দিকে এবং আরেকটি যাবে দক্ষিণেশ্বরে। যাত্রী সুবিধায় ট্রেনদুটি প্রতিটি স্টেশনেই দাঁড়াবে। তবে বিশেষ ট্রেন চালালেও মেট্রো জানিয়েছে, এই উপলক্ষে কোনও টোকেন ইস্যু করা হবে না। এসপ্ল্যানেড স্টেশনে যে টিকিট কাউন্টারটি খোলা থাকবে সেখান থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। সেইসঙ্গে যাত্রীদের মেনে চলতে হবে কোভিড বিধি।  রবিবার যে ১২০টি ট্রেন চলে তার বাইরেও ক্রিকেট ম্যাচ উপলক্ষে অতিরিক্ত দুটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেলের এমন উদ্যোগে খুশি ক্রিকেটপ্রেমীরা।

Pages