তবে কি দল ছাড়ার ইঙ্গিত দিলেন তথাগত? জল্পনা শুরু বঙ্গ বিজেপিতে - BBP NEWS

Breaking

শনিবার, ২০ নভেম্বর, ২০২১

তবে কি দল ছাড়ার ইঙ্গিত দিলেন তথাগত? জল্পনা শুরু বঙ্গ বিজেপিতে

 


বিবিপি নিউজ: ট্যুইট করে বিজেপি ছাড়ার ইঙ্গিত দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। এদিন ট্যুইট পোষ্ট তিনি লেখেন, ''কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য 

আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন  সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।

এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।

আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !"



বার বার নিজের দলের বিরুদ্ধে সরব হয়েছেন বর্ষীয়ান নেতা। সমালোচিতও হয়েছেন। কখনও কটূ মন্তব্যের জেরে নিন্দার ঝড় উঠেছে। তবুও বেলাগাম হয়েছেন তথাগত রায় । দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক নেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। তাঁকে নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির।কয়েকদিন আগেই নিজের সোশাল মিডিয়া প্রোফাইল বায়োয় কিছুটা বদল এনেছিলেন তিনি। তাহলে কি দল ছাড়তে চলেছেন! গুঞ্জন শোনা যাচ্ছিল তখন থেকেই। এদিন তথাগতর টুইট জল্পনা বাড়িয়ে দিল। যেখানে Pic shows iconic Rabindra Setu লেখা ছিল। সেখানে এখন Lately whistleblower লেখা হয়েছে।


এই প্রসঙ্গে তথাগত রায়কে এক হাত নিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালেই টুইট করে দল ছাড়ার জল্পনা উস্কে দেন তথাগত। তা নিয়ে ‘পাগলা দাশু’-র সংলাপ উদ্ধৃত করে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এ বার একই বিষয়ে তথাগতকে বিঁধলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘উনি দলে থাকতেই বা পার্টির কী লাভ হয়েছে, আমার তো জানা নেই।’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘উনি কী করবেন, তা ওঁর সিদ্ধান্ত। ওঁকে নিয়ে আমার ভাবার সময় নেই। আমি আমার দল এবং দলের কর্মীদের নিয়ে ভাবি।’’

Pages