করোনা পজিটিভ, এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত সন্ধ্যা মুখোপাধ্যায়কে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

করোনা পজিটিভ, এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত সন্ধ্যা মুখোপাধ্যায়কে

 


বিবিপি নিউজ: শারীরিক অবস্থার অবনতি। দরকার লাইফ সাপোর্টের। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এদিন বিকেলে তাঁকে দেখতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী জানান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে তিনি করোনা পজিটিভ। যেহেতু কোভিড পজিটিভ রয়েছে, তাই উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা হবে না। 

মুখ্যমন্ত্রী এমনও জানান, তাঁর পরিবারের সদস্যরা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিতসা করাতে প্রস্তুত ছিলেন। যেহেতু হার্ট অ্যাটাক, সঙ্গে করোনা, তার থেকে আরো বড় বিষয় গায়িকার বয়স নব্বই বছর, তাই মুখ্যমন্ত্রী নিজেই কলকাতার অ্যাপোলো হাসপাতালের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে সন্ধ্যা মুখোপাধ্যায়ের লাইফ সাপোর্টের প্রয়োজন রয়েছে।মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা কিংবদন্তি সংগীতশিল্পীকে চিকিৎসার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।


Pages