করোনা নিয়ে দৃঢ় ফিরহাদ হাকিম, ফের সেফ হোম চালু হবে, ৫-৬ আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন - BBP NEWS

Breaking

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

করোনা নিয়ে দৃঢ় ফিরহাদ হাকিম, ফের সেফ হোম চালু হবে, ৫-৬ আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন

 


বিবিপি নিউজ: শহর কলকাতায় গত ২৪ ঘন্টায় মারন ভাইরাস করোনা সংক্রমনের সংখ্যা একলাফে প্রায় দু'হাজারের দোরগোড়ায়। আর এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের প্রকোপের জেরে শহরে ফের ফিরতে চলেছে সেফ হোম ও কনটেনমেন্ট জোন।কলকাতায়  দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজার ছুঁইছুঁই। ওমিক্রন আক্রান্ত আরও ৫।  মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'কলকাতায় ৮০ শতাংশই উপসর্গহীন। ১৭ শতাংশের সামান্য উপসর্গ রয়েছে। মাত্র ৩ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা ঘরে হয়তো ৬-৭ জন থাকেন, তাঁদের তো আইসোলেশনের দরকার হয়। আমাদের প্রতিদিনের যে সেফ হোমটা আছে, সেটা চালু করছি। পরিকাঠামো ঠিকঠাক করে নিয়ে সোমবার থেকেই চালু করা হবে। আর যদি আমরা দেখি, কোনও বাড়ি বা আবাসনে ৫-৬ টা কেস হচ্ছে, সেটাকে আমরা কনটেন্টমেন্ট জোন করব। রিপোর্ট আসার পর'।

Pages