বিবিপি নিউজ: রাজ্যে নতুন করে ভাইরাস সংক্রমণের গ্রাফে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ৩ হাজার বেড়েছে। শুধু শহর কলকাতাতেই ১৯৫৪ জন নতুন করে সংক্রমিত হয়েছে।কলকাতায় গত সোমবার আক্রান্ত ছিলেন ২০৪ জন। তিন দিনের মধ্যে জেলার করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজারের কাছে।এই সপ্তাহের শুরুতে যেখানে রাজ্যের দৈনিক আক্রান্ত ৫০০-ও ছিল না, সেখানে শুক্রবার, ২০২১ সালের শেষ দিনে করোনা আক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার জন। স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৫১ জন। শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৫৪ জন। অর্থাৎ, প্রায় ২ হাজার। কলকাতায় গত সোমবার আক্রান্ত ছিলেন ২০৪ জন। তিন দিনের মধ্যে জেলার করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজারের কাছে। রাজ্যের করোনা পরিস্থিতি অত্যন্ত চিন্তা বাড়িয়েছে চিকিৎসক-বিশেষজ্ঞদের।