বিবিপি নিউজ: খাস কলকাতাতেই রেল লাইনের পাশে সদ্যোজাত কন্যাকে ফেলে পালাল মা। ঘটনাটি পার্ক সার্কাসের কাছে লোহাপুলে। বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ এক সাফাইকর্মী ওই সদ্যোজাতকে দেখতে পান। তখন স্থানীয় বস্তির এক মহিলা শিশুটিকে উদ্ধার করে।ওই মহিলাই শিশুটিকে পরিষ্কার করে। কনকনে শীতে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। স্টেশন সংলগ্ন বস্তির এক মহিলা শিশুটিকে উদ্ধার করে। এরপর বালিগঞ্জ জিআরপি-তে খবর গেলে, জিআরপি-র উদ্যোগে কন্যা শিশুটিকে আইসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিত্সকেরা। পাশাপাশি পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে কে বা কারা শিশুটিকে ওখানে ফেলে রেখে গেল।
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২