টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, তিনে‌ নামলো ভারত - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া, তিনে‌ নামলো ভারত



বিবিপি নিউজ: ভারত ও নিউজিল্যান্ডকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে অ্যাশেজে ৪-০ ব্যবধানে জিতে সিংহাসন দখল করল অজিরা। অস্ট্রেলিয়াকে জায়গা ছেড়ে দিয়ে ভারত নামলো তিনে। টিম ইন্ডিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে একধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।তবে আগের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে নিউজিল্যান্ড।



অ্যাশেজে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে ৯ উইকেটের জয় দিয়ে শুরু। এরপর অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ২৭৫ রানের জয়। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ইনিংস ও ১৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় অজিরা। তবে সিডনিতে সিরিজের চতুর্থ টেস্টে রোমাঞ্চকর ড্র নিয়ে হোয়াইটওয়াশ এড়ায় ইংল্যান্ড। পরে অস্ট্রেলিয়ানরা হোবার্ট টেস্ট জিতে তিনদিনে। অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে জিতলেও পরের দুই টেস্টে হেরে যায় ভারত। সিরিজ জয়ে দ. আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও টপকে যায় টিম ইন্ডিয়াকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ আসরের প্রথম চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ঘরের মাটিতে ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশের বিপক্ষে। টাইগারদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট হারেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে কিউইরা। তবে একধাপ নিচে নেমে ছয়ে জায়গা করে নিয়েছে পাকিস্তান। সেরা দশে আগের অবস্থান ধরে রেখেছে শ্রীলঙ্কা (৭), ওয়েস্ট ইন্ডিজ (৮), বাংলাদেশ (৯), জিম্বাবুয়ে (১০)।  একই স্থানে আছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।


Pages