গরুপাচারকাণ্ডে অভিনেতা-সাংসদ দেব কে তলব সিবিআই-এর - BBP NEWS

Breaking

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

গরুপাচারকাণ্ডে অভিনেতা-সাংসদ দেব কে তলব সিবিআই-এর



বিবিপি নিউজ: এবার সিবিআইয়ের দপ্তরে ডেকে পাঠানো হল টলিউডের অভিনেতা তথা তৃনমূল সাংসদ দেব কে। গরুপাচারকাণ্ডে নাম জড়াল ঘাটালের সাংসদের।  ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে।সূত্রের খবর, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে।



গরুপাচারকাণ্ডে এর আগে এনামুল হককে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করে গরুপাচারকাণ্ডে জড়িত একাধিক নাম উঠে এসেছিল। যাঁরা এনামুল হকের সঙ্গে কাজ করতেন তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছিল সিবিআই-এর তরফে। সিবিআই আধিকারিকরা জানিয়েছেন, গরুপাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছিল সাংঐ দেবের নাম। আর সেই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে।

Pages