বিবিপি নিউজ: আশার আলো দেখছে বঙ্গবাসী।
গৌতম আদানির পর করণ আদানি। বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা করতে এবার গৌতম আদানির পর তাঁর পুত্র করণ আদানি বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে গত বছর ২ ডিসেম্বর নবান্নে এসে শিল্পপতি গৌতম আদানি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবার তাঁর পুত্র করণ আদানির বৈঠকেই স্পষ্ট, বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা অনেকখানি এগিয়েছে। বৃহস্পতিবার দুপুরে করণ আদানি ও আদানি গ্রুপের এক আধিকারিক আসেন নবান্নে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। আদানি গ্রুপের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন আদানি গ্রুপের আধিকারিকরা। এরপর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করণ আদানির বৈঠক। অর্থাৎ, এটা স্পষ্ট যে, বিনিয়োগ রূপরেখা তৈরি হচ্ছেই।