বিবিপি নিউজ,ত্রিপুরা প্রতিনিধি,উদয়পুর: শনিবার সকাল দশটা নাগাদ উদয়পুর রমেশ চৌহমনী এলাকায় রাস্তা পারাপারের সময় যান দুর্ঘটনায় মৃত্যু হল ৪ বছরেও এক শিশুর l ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর অমর সাগরের পশ্চিম পাড় এলাকার বাসিন্দা রসূল মিয়ার একমাত্র ছেলে রিয়াজ হোসেন। রমেশ চৌহমনী তে এসেছিল তার নিকট আত্মীয়র সঙ্গে ওষুধ কেনার জন্য,যখন ওষুধের দোকানে যা ছিল তখন জগন্নাথ চৌমুনী থেকে আসা একটি ট্রিপ আর গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে এবং গাড়ির নিচে তার মাথা সম্পূর্ণ পিষে যায় l ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় রিয়াজের l পরবর্তী সময় তার পরিবারের আত্মীয় পরিজন থেকে শুরু করে পিতা-মাতা যখন ঘটনাটি শুনতে পায় তখন সকলে হতভম্ব হয়ে পরে l মুহুর্তের মধ্যে রমেশ চৌহমনী তে ভিড় জমায় তার আত্মীয় পরিজন l সকলে কান্নায় ভেঙে পড়েন l পরবর্তীতে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, উদয়পুর রাধাকিশোর পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে l পরে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলেও তাদের টনক নড়েনি l এই নিয়ে স্থানীয়রা ব্যাপক ক্ষোভ উগরে দিলেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের বিরুদ্ধে l পরে অগ্নিনির্বাপক দপ্তরের আশা বাদ দিয়ে রাধাকিশোর পুর থানার ওসির গাড়ি করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় ওই শিশুকে l তাছাড়া ট্রিপার গাড়িকে নিয়ে যাওয়া হয় রাধাকিশোর পুর থানায় l সংবাদমাধ্যমের ক্যামেরায় মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানিয়েছেন এ বিষয়ে ঘটনার সম্পূর্ণ তদন্ত করা হবে এবং যে দোষী তাকে সম্পূর্ণ শাস্তির ব্যবস্থা করা হবে l
শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২