সৌমেন চট্টোপাধ্যায়ের Shree De Lart উদ্যোগে বিনোদন দুনিয়ায় হতে চলেছে নতুন যাত্রা ... - BBP NEWS

Breaking

শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

সৌমেন চট্টোপাধ্যায়ের Shree De Lart উদ্যোগে বিনোদন দুনিয়ায় হতে চলেছে নতুন যাত্রা ...



বিবিপি নিউজ: Shree Delart নিবেদিত সৌমেন চট্টোপাধ্যায় এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিনোদনের আসর। উদ্যোক্তা সৌমেন চট্টোপাধ্যায় ক্যানসারে আক্রান্ত৷ শারীরিক কষ্ট উপেক্ষা করেও শিল্পানুরাগী মানুষটি প্রতিনিয়ত বাংলার বিভিন্ন প্রতিভাকে আলোকবৃত্তে নিয়ে আসার প্রয়াস করছেন। তাঁর কথায়, জীবন তো একদিন সকলেরই শেষ হবে৷ যতদিন বাঁচবেন ততদিন প্রাণ ভরে আনন্দে হইহই করে বাঁচবেন। জীবনের নানা পর্যায়ের গল্প নিয়েই এদিনের অনুষ্ঠান সাজানো হয়েছে৷ অশোক বিশ্বনাথন এর মাধ্যমে সিনেমা জগতের সঙ্গে যোগসূত্র স্থাপিত হয় সৌমেন চট্টোপাধ্যায় এর৷ করোনা আবহে চারদিকে যেখানে কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেইসময় একাধিক শর্ট ফিল্ম সৌমেন চট্টোপাধ্যায় এর উদ্যোগে মুক্তি পায়৷ সেইসঙ্গে একটি থিয়েটার ফেস্টিভ্যাল এর আয়োজন করেছিলেন সৌমেন চচট্টোপাধ্যায়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঋতব্রত মুখার্জী, অশোক বিশ্বনাথন, রানা ব্যানার্জি, দেবতনু এবং ঐশ্বর্য সেন৷


সৌম্য চক্রবর্তী পরিচালিত শর্ট ফিল্ম "পেণ্ডুলাম" এর ট্রেলার লঞ্চ করা হবে৷ অভিনয় ছিলেন সায়ন্তনী গুহঠাকুরতা। জীবনটা আসলে পেণ্ডুলাম এর মতই৷ অনিশ্চিত। আজ আছে কাল নাও থাকতে পারে৷ সেই অনিশ্চয়তার গল্প বলবে পেণ্ডুলাম৷ 



দেখানো হবে মিউজিকাল শর্টফিল্ম "আবদার", পরিচালক অরুদীপ্ত দাশগুপ্ত৷ জীবনের বিভিন্ন বয়সে আবদার করি আমরা৷ আবদারের কারণ বা ব্যক্তি বদলে যায় ঠিকই কিন্তু জীবন জুড়ে থাকে নানারকম আবদার৷ এই মিউজিকাল শর্টফিল্মে দেখা যাবে এই সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেতা ঋতব্রত মুখার্জিকে৷ এবং তাঁর সঙ্গে রয়েছেন নবাগতা দেবাঙ্গী৷ মিউজিক করেছেন শুভ।


মণিদীপ এর পরিচালনায় "মন রে ফিরে আয়" মিউজিক ভিডিওটি প্রদর্শিত হবে৷  অভিনয় করেছেন দেবতনু এবং ঐশ্বর্য সেন। 


এছাড়া পরিচালক সুদীপ মৃধা এর তিনটি মিউজিক ভিডিওর টুকরো অংশ দেখানো হবে৷  


শঙ্খ চক্রবর্তী পরিচালিত শর্টফিল্ম "Ray of Hope" জীবনের সেই আশার আলো যে আলো আমাদের বাঁচিয়ে রাখে সেই আশার কথাই বলবে। 


রাজ  দাস অভিনীত "Facing the Face" বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গীত৷ রাজ দাস নিজেও ট্রান্সজেন্ডার৷ তৃতীয় লিঙ্গের মানুষের জীবন ও যাপনের কথাই বলবে "Facing the Face".



Pages