রাজনৈতিক উদ্দেশ্যেই বারবার অভিষেককে তলব করছে কেন্দ্রীয় সংস্থা, দাবি ব্রাত্যর - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

রাজনৈতিক উদ্দেশ্যেই বারবার অভিষেককে তলব করছে কেন্দ্রীয় সংস্থা, দাবি ব্রাত্যর

 




বিবিপি নিউজ: কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।অভিষেকের পাশাপাশি তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। এবার অভিষেককে তলব নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।


 বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে  রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু দাবি করলেন, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করছে। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সংস্থাগুলির তৎপরতায় রাজনৈতিক প্রতিহিংসা ছায়া দেখছে তৃণমূল কংগ্রেস। তাঁর দাবি, উত্তর প্রদেশে নির্বাচনে বিজেপির সাফল্যের পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে। ব্রাত্যর আরও অভিযোগ, বিজেপির অনেক নেতাই এই সব কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে। তবে, তা জেনেও তাঁদের অনেককেই ডাকা হচ্ছে না। এ ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সিগুলি জেনেশুনেও কোনও কাজ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চেষ্টা চলছে বলেও দাবি করেছেন ব্রাত্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। 

Pages