বিবিপি নিউজ: হোলির রঙের আবহে আতঙ্ক ছড়ালো খাস কলকাতাতেই। ভরদুপুরে বন্ধুর হাতে খুন হলেন বন্ধু। শুক্রবার দুপুরে রিজেন্ট পার্কে গুলিতে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দুপুর নাগাদ নতুন পল্লি এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুুপুরে রিজেন্ট পার্কের নতুন পল্লি এলাকায় দোলে মেতে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই এমন আতঙ্কের ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিহতের নাম দিলীপ চৌহান। বাড়ি উত্তরপ্রদেশে। পেশায় বাদাম বিক্রেতা।
দোলের দিন সকাল থেকে তিনি এবং কয়েকজন বন্ধু মদ্যপান করেছিলেন। এরপর এক মহিলাকে আবির মাখানো নিয়ে বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়। তখনকার মতো থেমে গেলেও পরে সুজিত মালিক নামে এক বন্ধু চ্যালেঞ্জ ছুঁড়ে বলে, তার কাছে বন্দুক আছে, গুলি করে দিতে পারে। বন্ধুরা তার কথায় পাত্তা না দেওয়ায় আচমকা গুলি চালিয়ে দেয়। তাতে দিলীপ চৌহানের তলপেটে গুলি লাগে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হলে, সেখানেই মৃত্যু হয়। পরে জানা গিয়েছে, গুলির ঘটনায় জখম হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পরই অভিযুক্ত সুজিত মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।