বিবিপি নিউজ: ফের ভাঙন রাজ্য গেরুয়া শিবিরে। এবার পদ্মফুল ছেড়ে জোড়াফুলে নাম লেখালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন জয়প্রকাশ। আর তৃণমূলে যোগ দিয়েই পদ পেলেন তিনি।এক সময় রাজ্য বিজেপির সহ-সভাপতি ছিলেন জয়প্রকাশ। তৃণমূলে যোগ দেওয়ার পর জয়প্রকাশ মজুমদার পেলেন তৃণমূলের সহ-সভাপতি পদ। মঞ্চে দেখা গেল ভোটকুশলী প্রশান্ত কিশোরকেও।কয়েকদিন ধরেই পিকে-টিএমসির টানাপোড়েন নিয়ে নানা চর্চা হচ্ছিল। কিন্তু তরজাতেও ইতি পড়ল কিছুটা।
কংগ্রেস ছেড়ে ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন জয়প্রকাশ মজুমদার। এরপর তাঁকে রাজ্য বিজেপির সহ সভাপতি করা হয়। ২০১৯’এর করিমপুর বিধানসভার উপনির্বাচনে জয়প্রকাশ মজুমদারকে প্রার্থী করে বিজেপি। তখন, তৃণমূলের কাছে হেরে যান জয়প্রকাশ। সুকান্ত মজুমদার দায়িত্ব নেওয়ার পর, রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল হয়। গত বছরের ডিসেম্বরে সহ সভাপতি থেকে সরিয়ে তাঁকে মুখপাত্র করে বিজেপি। তারপর থেকেই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। এরপরই, দু’জনকে শোকজ করে বিজেপি । বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর, কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বারবার সুর চড়ান জয়প্রকাশ মজুমদার। সেই সঙ্গে দলের ত্রুটি বোঝাতে গিয়ে, তিনি তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অবশেষে জল্পনা সত্যি করে আজ তৃণমূলে যোগ দিলেন।