বিবিপি নিউজ: হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র। গলায় টিউমার অস্ত্রোপচারের জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার রাতে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় কামারহাটির বিধায়ককে৷ তিনি শ্বাসকষ্টের সমস্যাতেও ভুগছেন বলে জানিয়েছেন।
মদন মিত্র জানিয়েছেন, অনেক দিন আগেই তাঁর গলার এই টিউমার ধরা পড়েছিল৷ কিন্তু পুরভোটের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় তিনি অস্ত্রোপচার করাতে পারেননি৷ চিকিৎসকদের পরামর্শেই এ দিন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান মদন৷