বিবিপি নিউজ: মঙ্গলবার বীরভূম থেকে কলকাতায় এসেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সকলেই মনে করেন আজ হয়তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হবেন কেষ্ট। কিন্তু সব জল্পনায় জল ঢেলে এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন বীরভূমের তৃণমূল নেতা।
এসএসকেএম হাসপাতালের উডাবার্ণ ব্লকের ২১১ নম্বর কেবিন তাকে দেওয়া হয়েছে। গতকাল থেকেই প্রস্তুত ছিল। ডাক্তারদের একটি দল এসে পরীক্ষা করে জানাবে তাকে এখানে ভর্তি করা হবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে। কোন শারীরিক সমস্যার কারনে তিনি ভর্তি হয়েছেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি।