বিবিপি নিউজ: মঙ্গলবার বীরভূম থেকে কলকাতায় এসেছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, আজ বুধবার বেলা ১১ টায় গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারেন অনুব্রত। এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার হাজিরা দেননি অনুব্রত। রক্ষাকবচ পেতে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে হাইকোর্ট থেকে মিললো না রক্ষাকবচ। তারপরেই কলকাতার পথে অনুব্রত মণ্ডল।