দেবলীনার ২৬ তম জন্মদিনের অনুষ্ঠানে চাঁদের হাট - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ মে, ২০২২

দেবলীনার ২৬ তম জন্মদিনের অনুষ্ঠানে চাঁদের হাট

 


বিবিপি নিউজ



দেবলীনা নন্দীর ২৬ তম জন্মদিনে চাঁদের হাট শহরের ক্যাফেতে।


গত ১১-ই ২৬ বছরে পা দিয়েছেন জনপ্রিয় এই শিল্পী। তাঁর গানে মুগ্ধ আট থেকে আশি সকল বয়সের অনুরাগীরা।

এদিন সন্ধ্যায় শহরের একটি ক্যাফে-তে  গানে গানে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন।

এদিনের সন্ধ্যায় উপস্থিত ছিলেন একাধিক ইউটিউবার, ইভেন্ট প্রেজেন্টার, সহ বহু শিল্পী ও অনুরাগীরা।  দেখুন মুহুর্তের কিছু ছবি....


Pages