বিবিপি নিউজ: ব্যাগ ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নদীয়া। তৃনমূলে র প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দোকানের সামনে থেকেই উদ্ধার করা হয় ওই ব্যাগটি।
ঘটনাটি নদীয়া জেলার কল্যাণী ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ খালদার পাড়া এলাকায় । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। খবর দেওয়া হয়েছিল চাকদহ থানার অন্তর্গত মদনপুর পুলিশ ফাঁড়িতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাজা বোমাগুলিকে একটি বালতিতে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, শিমুরালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমানে কল্যাণী পঞ্চায়েত সমিতির খাদ্য বিভাগের কর্মদক্ষ হাবিব মণ্ডলের দোকানের সামনেই পাওয়া গিয়েছে ওই বোমা ভর্তি ব্যাগটি। তবে কে বা কারা এই ব্যাগটি দোকানের সামনে রেখে গিয়েছে তা জানেন না স্থানীয়রা। তাঁদের আরও দাবি, শুক্রবার সকালে হাবিব মণ্ডল দোকান খুলতে গিয়ে দোকানের সামনে ওই ব্যাগটি দেখেন। প্রথমে তিনি মনে করেন, এই ব্যাগে হয়তো কোনও কৃষক কৃষিসামগ্রী রেখে গিয়েছেন। কিন্তু পরে তিনি ব্যাগ খুলে দেখতেই নজর আসে ব্যাগের মধ্যে থাকা ওই ছ'টি তাজা বোমা। এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তবে এই বোমা রাখার পিছনে সম্পূর্ণভাবে বিরোধীদের দায়ী করেছে শাসক দলের নেতারা।
