২০২৩ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ কোন স্টেডিয়ামে হবে? - BBP NEWS

Breaking

শুক্রবার, ৫ মে, ২০২৩

২০২৩ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ কোন স্টেডিয়ামে হবে?

 



বিবিপি নিউজ: ২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। হাতে আর বেশি সময় নেই। আগামী অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে সকলের নজর ভারত-পাকিস্তানের ম্যাচ।  


আর আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের এই ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে, তা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। তবে টুর্নামেন্টের সূচি নিয়ে ইতিমধ্যেই একটি বড়সড় খবর প্রকাশ্যে এসেছে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। ফাইনাল ম্যাচটি ১৯ নভেম্বর খেলা হবে। পাশাপাশি একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি সংক্রান্ত এই আপডেটের পাশাপাশি জানতে পারা গিয়েছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত মহাযুদ্ধ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে।

Pages