হাইকোর্টে কোন মামলার সিবিআই তদন্তের বন্ধের দাবি জানালেন রাজ্য? - BBP NEWS

Breaking

শুক্রবার, ৫ মে, ২০২৩

হাইকোর্টে কোন মামলার সিবিআই তদন্তের বন্ধের দাবি জানালেন রাজ্য?

 



বিবিপি নিউজ: সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা সমূহের দুটি মূল মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে বিচারপতি অমৃতা এজলাসে গিয়েছে।


 বৃহস্পতিবার ওই মামলায় নতুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যর তরফে আইনজীবী দাবি করেন, সিবিআই তদন্ত বন্ধ হোক, এই সিবিআই তদন্তের মাধ্যমে রাজ্যকে অনেক হয়রানী সহ্য করতে হয়েছে।


 রাজ্যের আইনজীবীর দাবি ছিল সিবিআই তদন্তের এই নির্দেশ পুনর্বিবেচনা  করে দেখা হোক। সূত্রের খবর, রাজ্যের এই আবেদনের পর এই মামলার শুনানি আগামী সোমবার হবে বলে জানা গিয়েছে।


Pages