সেনাবাহিনীর গুলিতে কাশ্মীরে খতম ২ জঙ্গি - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

সেনাবাহিনীর গুলিতে কাশ্মীরে খতম ২ জঙ্গি

 



বিবিপি নিউজ: ফের উত্তপ্ত হল ভূস্বর্গ কাশ্মীর। নিরাপত্তাবাহিনী গুলিতে খতম হল ২ জঙ্গি।উত্তর কাশ্মীরের কুপওয়ার জেলার মাচিল সেক্টরের পিনচাদ এলাকার ঘটনা। তল্লাশি অভিযানে গিয়ে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘটনায় দুই জঙ্গিকে নিকেশ করে সেনা।



সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গোট এলাক ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা। শুরু হয় তল্লাশি সে সময় নিরাপত্তা বাহিনীর দিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর পাল্টা জবাবে খতম হয় দুই জঙ্গি।


Pages