২০০০ টাকার নোট নিয়ে হয়রানি বাড়ছে মানুষের - BBP NEWS

Breaking

শনিবার, ৩ জুন, ২০২৩

২০০০ টাকার নোট নিয়ে হয়রানি বাড়ছে মানুষের

 


বিবিপি নিউজ: খোলা বাজারে ২০০০ টাকার নোট নিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে আর ২০০০টাকার নোট ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে যে ২০০০টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। 


কিন্তু অন্য চিত্র দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। টাকা বাতিলের কথা ঘোষণা হতেই, আর ২০০০ টাকাকর নোট কোনো দোকানদার বা ব্যাবসায়ীরা নিতে চাইছেন না, এমনটাই অভিযোগ বারাসতের এক ফলের দোকানদারের। তিনি জানিয়েছেন, খদ্দেরেরা আমাদের ২০০০ টাকার নোট দিলেও মহাজনেরার সেই টাকা নিতে অস্বীকার করছে। ফলে বিপদ বাড়ছে। 

কিন্তু এই দু'হাজার টাকার নোট ভাঙতি করতে দোকান ছেড়ে আর বারবার ব্যাঙ্কে লাইন দেওয়া যায় না। তিনি আরও জানান, কোনো এক খদ্দের হয়তো ৭০০ টাকার ফল কিনেছে , এরপর সে ২০০০ টাকার নোট দিচ্ছে, তাকে খুচরো দিতে গিয়ে আমার কাছে আর খুচরো থাকছে না। অগ্যত কেউ বেশি ফল নিলে আগেই জিজ্ঞাসা করতে হচ্ছে ২০০০ টাকার নোট নেই তো, থাকলে ফল বিক্রি নেই, এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে।


অন্যদিকে,  এক মাছ ব্যবসায়ী জানান, বাজারে কেউ দুই হাজার টাকার নোট দিলে সেই টাকা মাহজনেরা নিতে চাইছে না, ফলে খুচরো টাকার জন্য খদ্দের ছেড়ে দিতে হচ্ছে। এমন সমস্যায় পড়তে হচ্ছে ছোটো বড় সব ব্যবসায়ীদের।  তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছেন, ২০০০ টাকার নোট বৈধ্য রয়েছে। কিন্তু মানুষের মনে ভীত তৈরি হয়েছে নোট বাতিল নিয়ে। 

Pages