ক্ষমতাসীনরা সুকৌশলে মানুষের মনে মুসলিম বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছেন, বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন শাহ’র - BBP NEWS

Breaking

শনিবার, ৩ জুন, ২০২৩

ক্ষমতাসীনরা সুকৌশলে মানুষের মনে মুসলিম বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছেন, বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দিন শাহ’র

 



বিবিপি নিউজ: দেশে মুসলিম বিদ্বেষ নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক দৈনিক প্রথম সারির পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, ‘বর্তমান সময়টা উদ্বেগজনক। নানা বাহানায় মুসলিমবিরোধী চিন্তা ও ধ্যান-ধারণা মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তার প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত।



 মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে, এমনকি শিক্ষিতদের মাঝেও। ক্ষমতাসীন দল সুকৌশলে বিষয়টি নার্ভে গেঁথে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি। তাহলে সবকিছুর মধ্যে ধর্ম টানছেন কেন?’


আরও দেখুন:

তিন ট্রেনের দূর্ঘটনায় মৃত্যুপুরী বালেশ্বর, মৃতের সংখ্যা বেড়ে ২৮৮

অভিনেতা আরও বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ভোট গ্রহণ করছে, তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি মনে করেন যে একজন মুসলিম নেতা যদি ‘আল্লাহু আকবর’ বলে ভোট চাইতেন, তাহলে তাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হতো।


অভিনেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান। যদিও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।’ কেন্দ্রীয় সরকার সম্পর্কে এর আগেও মুখ খুলেছেন নাসিরুদ্দিন শাহ। অভিনেতা আশা করেন একদিন এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে।


Pages