রাজ্যের একাধিক পুরসভায় সিবিআই হানা, সল্টলেকে পুর দফতরেও অভিযান - BBP NEWS

Breaking

বুধবার, ৭ জুন, ২০২৩

রাজ্যের একাধিক পুরসভায় সিবিআই হানা, সল্টলেকে পুর দফতরেও অভিযান




বিবিপি নিউজ: রাজ্যের পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক পুরসভায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সকালেই সিবিআই আধিকারিকরা একাধিক দলে বিভক্ত হয়ে রাজ্যের একাধিক পুরসভায় পৌঁছন। তার আগে সল্টলেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরেও যায় সিবিআইয়ের একটি দল। 




জানা গেছে, পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখার জন্যই তাদের এই অভিযান। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া অয়ন শীলের হুগলির ফ্ল্যাটেও গিয়েছে সিবিআইয়ের একটি দল। সিবিআইয়ের একটি দল সকাল ১১টা নাগাদ চুঁচুড়ার জগদাসপাড়ায় অয়নের ফ্ল্যাটে ঢোকে।

Pages