সিঙ্গুরের ট্র্যাক্টরে রোড শো অভিষেকের! - BBP NEWS

Breaking

বুধবার, ৭ জুন, ২০২৩

সিঙ্গুরের ট্র্যাক্টরে রোড শো অভিষেকের!

 



বিবিপি নিউজ:  মঙ্গলবার হুগলির হরিপালে ট্র্যাক্টরে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। এদিন হামিরাগাজি থেকে বাসুদেবপুর পর্যন্ত এই মিছিলে শুরুতে তেমন ভিড় না থাকলেও পরে দলের কর্মী-সমর্থকেরা যোগ দেন। দলীয় সূত্রে খবর, ভিড়ে আটকে যাওয়ায় আরামবাগে দিনের শেষ কর্মসূচি দলীয় সভায় পৌঁছতে পারেননি অভিষেক।এ দিন ট্র্যাক্টরে রোড শো সেরে কিছুটা রাস্তা পায়ে হেঁটেও জনসংযোগ সারেন তিনি। পাঁচটা নাগাদ পৌঁছন তারকেশ্বর মন্দিরে।



 পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী বাছাইয়ের ভোট প্রক্রিয়ায় ছাপ্পা দেওয়ার অভিযোগে শোরগোল হয় আরামবাগে। দলীয় সূত্রে খবর, হরিণখোলা ১ অঞ্চল সভাপতি পার্থ হাজারির বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলেন এলাকারই কিছু তৃণমূল নেতা। অভিযোগ, পার্থ সহকর্মী আয়ুব খানের ভোট দিয়েছেন। পার্থ অভিযোগ অস্বীকার করেছেন। দলীয় নেতৃত্বের দাবি, সম্ভাব্য প্রার্থীদের নাম লিখতে আয়ুবের অসুবিধা হওয়ায় পার্থের সাহায্য নিয়েছেন।

Pages