বিবিপি নিউজ: রাজ্যে এসেছে আরও ২০ জন এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসার। গত শুক্রবার খোদ ইডি আধিকারিক কলকাতা বিশেষ বৈঠক করেছেন। এরপর গতকাল কলকাতা এলেন এনআইএ-র শীর্ষ কর্তা দিনকর গুপ্ত।
ইডি সূত্রে জানা গেছে, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে দিল্লি থেকে এসেছেন কয়েক জন ডেপুটি ডিরেক্টর-সহ ২০ জন অফিসারের দল। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এত আধিকারিক রাজ্যে আসতেই বড়সড় কিছু অপেক্ষা করছে বলে মত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের।
রাজ্যে হঠাৎই যেন চোখে পড়ার মতো বেড়েছে ইডি-সহ কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির তৎপরতা। ফলে দানা বাঁধছে জল্পনা, তবে কি ‘বড়সড়’ কোনও ‘অপারেশনের’ জন্য ঘুঁটি সাজানো শুরু করেছে তারা?