বিবিপি নিউজ: ফের বদলি কলকাতা পুলিশের শীর্ষস্তরে। এবার বদলি হলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার তথা আইপিএস অফিসার দময়ন্তী সেন। তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং বিভাগে।
রাজ্যের এই দুদে আইপিএস অফিসারের বদলি অনেকেই গুরুত্বপূর্ণভাবে দেখছেন। সাম্প্রতিক কালে আদালতের নির্দেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার গিয়েছে দময়ন্তীর কাছে। কালিয়াগঞ্জ নাবালিকার মৃত্যু, মাটিয়া ধর্ষণ, দেগঙ্গা ধর্ষণের মতো বহু মামলার সিটের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে তাঁকে নিয়োগ করেছে হাই কোর্ট। এরই মধ্যে ফের বদলি করে দেওয়া হল দময়ন্তীকে। দময়ন্তী সেন রাজ্যের সবচেয়ে চর্চিত পুলিশ আধিকারিকদের মধ্যে অন্যতম। রোজভ্যালি-সহ একাধিক চিট ফান্ড কেলেঙ্কারি প্রকাশ্য আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ।