বিবিপি নিউজ: যৌন সম্পর্ক তথা সেক্স নিয়ে বিশ্বে যতই আলোড়ন উঠুক না কেন, আমাদের দেশ তথা ভারতে এই বিষয়ে খোলামেলা ভাবে আলোচনা আজও অতুলগভীর। ভারত তথা এশিয়া মহাদেশে সেক্স মানেই গোপন বিষয়।
এবার সেই গোপন বিষয় কে খেলায় পরিণত করতে চলেছেন ইউরোপের দেশ সুইডেন। যা গোটা বিশ্বে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কানাঘুষো করলেও কেউ এই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। বিশ্বে প্রথম এই সেক্স স্পোর্টের আয়োজক সুইডেন।
এই গোপনীয়তার পর্দা এক টানে খুলে ফেলতে চলেছে সুইডেন সেক্স ফেডারেশন। সরাসরি খেলার ময়দানে যৌনতাকে স্বাগত জানিয়ে। সুইডেনের সেক্স ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রাটিচ বলছেন, ‘যৌনতা, তার প্রকাশ এবং সুখদায়ক ব্যাপারটাকে খেলার সূক্ষ্মাতিসূক্ষ্ম ছক, নিয়ম দিয়ে ভাবা যেতেই পারে। এই নতুন দিক কিন্তু ইউরোপীয় সমাজের খুব গভীরে পরিবর্তনে একটা নতুন ধারা বয়ে আনবে।’
যৌনতা বা সেক্স খেলার ক্ষেত্রে কীভাবে বিচার্য হবে?
ব্রাটিচ জানিয়েছেন, ‘খেলার ক্ষেত্রে সাফল্য পেতে ট্রেনিং দরকার তেমনি এই সেক্স স্পোর্টের ক্ষেত্রেও তাই। মানুষের ক্ষেত্রে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে এটাই একমাত্র যুক্তি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার ৮ জুন থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতার। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২০জন এই যৌন প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন।
আরও পড়ুনঃ ঘুরতে গেলে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সঙ্গে নেবেন, জানালেন চিকিৎসক সিঞ্চন দাস
যৌন ক্রীড়ার নিয়মাবলী কী?
মোট ১৬টা বিভাগ থাকছে এই খেলায়। সিডাকশন, ওরাল সেক্স, পেনিট্রেশন, অ্যাপিয়ারেন্স, বডি ম্যাসাজ, পজিশন চেঞ্জ, ইরোটিক জ়োন এক্সপ্লোর, ক্রিয়েটেভিটি, অর্গাজ়ম এবং অন্যান্য। প্রতি বিভাগ থেকে প্রতিযোগীরা ৫ থেকে ১০ পয়েন্ট স্কোর করতে পারবেন। এই খেলায় যে কোন লিঙ্গের মানুষই অংশ নিতে পারেন। যৌন বাউটে নামার জন্য যে কোনও প্রতিযোগী ৪৫ মিনিট সময় পাবেন হাতে, নিজেকে প্রস্তুত করার জন্য। খেলা হবে দিনে ৬ ঘণ্টা। ফলাফল ঘোষণা করার জন্য থাকবেন তিনজন বিচারক । পয়েন্টের ভিত্তিতে ঘোষিত হবে চ্যাম্পিয়ন।