রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা, সিলমোহর রাজভবনের - BBP NEWS

Breaking

বুধবার, ৭ জুন, ২০২৩

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা, সিলমোহর রাজভবনের

 


বিবিপি নিউজ: রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে ২৮ মে। আজ বুধবার রাজ্যের নতুন নির্বাচন কমিশনের পদ বসতে চলেছেন রাজীব সিনহা। 


২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এদিকে পঞ্চায়েত ভোটের দায়িত্বে থাকবে নতুন নির্বাচন কমিশনারের কাঁধে। ফলে গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য প্রশাসনে এই দুদে কর্তাকেই দায়িত্বে চাইছিল নবান্ন।

আরও পড়ুনঃ ঘুরতে গেলে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সঙ্গে নেবেন, জানালেন চিকিৎসক সিঞ্চন দাস


রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে প্রথমেই তাঁর নামই পাঠানো হয়। পরবর্তীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস নবান্নকে একটি নোট পাঠিয়ে জানতে চান, কেন রাজীব সিনহার নামই প্রস্তাব করা হচ্ছে? যদিও পরবর্তীতে আরও দুজনের নাম পাঠানো হয়েছিল নবান্নের তরফে, এমনটাই খবর। অবশেষে রাজীব সিনহার নামেই সিলমোহর দিল রাজভবন। আজ অর্থাত্‍ বুধবারই দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। 

Pages