বিবিপি নিউজ: নিজেকে আরও সুন্দর করতে গিয়ে বিপাকে পড়লেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি ২০২১ সালে বিগ বস ওটিটি সিজন ১-এর মাত্র দুটো সপ্তাহ দেখা গিয়েছিল উরফি জাভেদকে। কিন্তু এই রিয়েলিটি শো তাঁকে এনে দেয় অপরিসীম সাফল্য।
বিগ বসের ঘর থেকে বের হওয়ার পর নিজের পরিচয় গড়ার কাজটা আরও মজবুত করে ফেলেন এই কন্যে। তাঁর বিশেষত্বই হল, চটের বস্তা থেকে শুরু করে কাগজ, মোবাইলের সিম, কাগজের ফুল, ভাঙা কাচ সবকিছু দিয়েই বানিয়ে ফেলতে পারেন কেতাদুরস্ত পোশাক। তারপর থেকে নিত্য নতুন লুকে হাজির হতে শুরু করেন উরফি।
তবে এবার বেশ বিপদেই পড়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সোমবার সামাজিক মাধ্যমকে তিনি জানান, চোখে আই ফিলার করিয়েছিলেন। আর তা ঠিকঠাক হয়নি। যার ফলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। এদিন মেকআপ ছাড়া একটি সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেন উরফি জাভেদ। সেই ছবিতে তাঁকে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আর সঙ্গে ক্যাপশনে বর্ণনা করেন নিজের বর্তমান হাল।
উরফি লেখেন, ‘আমার চোখের তলার কালি নিয়ে এত ট্রোল হত যে আই ফিলার করাতে যাই। এখন আমার চোখ দুটো একেবারে জঘন্য লাগছে। চোখের তলাগুলো অসমান আর অদ্ভু হয়ে রয়েছে। মেকআপও পারবে না আমার এই বিচ্ছিরি চোখের নীচের চামড়া ঢাকতে। আমি কেন এরকমটা করলাম নিজের সঙ্গে!’