পথেরা ধারে বসে থাকা ভিখারীকে সহয়াতা, চাদর সরাতেই হতবাক পুলিশ - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ জুলাই, ২০২৩

পথেরা ধারে বসে থাকা ভিখারীকে সহয়াতা, চাদর সরাতেই হতবাক পুলিশ




বিবিপি নিউজ: মানসিক ভারসাম্যহীন ভিখারীকে সহায়তা করতে গিয়ে হতবাক হলেন দুই পুলিশকর্তা। কারন তিনি আসলে ওই পুলিশকর্মীদের-ই সহকর্মী।  

খানিকটা সিনেমার চিত্রনাট্যের মতো শুনতে লাগলেও আদপে মধ্যপ্রদেশের এই অদ্ভূত ঘটনায় সাড়া পড়েছে সমাজের বিভিন্ন মহলে।



পুলিশ সূত্রে জানা গেছে,রাস্তার ধারে পড়েছিল এক গরীব ভিখারী, তাকে সাহায্য করতে এগিয়ে গিয়েছিলেন দুই পুলিশ আধিকারিক। এরপর তাঁরা ওই ভিখারীর গায়ে দেওয়া চাদর সরিয়ে নিতেই হতবাক হয়ে পড়েন। কারন তিনি যেমন তেমন কেউ নন। এক সময়ের ডাকাবুকো পুলিশ আধিকারিক। 

 এই ঘটনা দেশ জুড়ে মিডিয়ার সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে যায়, অনেকে আফসোস করেন আবার অনেকে সিনেমার সাথে ঘটনাটিকে মিশিয়ে ফেলেন।




সম্প্রতি  ঝাসি রোড দিয়ে ফিরছিলেন ডিএসপি রত্নেশ সিং তোমার এবং বিজয় সিং ভদোরিয়া। সে সময় এক মধ্যবয়সী ভবঘুরে ভিখারিকে ঠান্ডায় কাঁপতে দেখেন তারা। সাহায্য করতে ছুটে যান। ডিএসপি নিজের জুতো ওই ভিখারীকে দিয়ে দেন৷ বিজয় দেন তার জ্যাকেট। কিন্তু এর পর যা ঘটল তা তারা স্বপ্নেও ভাবতে পারেন নি। ভিখিরির সাথে কথা বলতে গিয়ে তারা আবিস্কার করেন তিনি আসলে ওই দুই ডিএসপি-র ব্যাচেরই নিখোঁজ এক পুলিশ আধিকারিক৷ কিন্তু কিভাবে সে এই অবস্থায় পৌঁছল? জানা যায়, ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির নাম মণীশ মিশ্র। তিনি আসলে  ১৯৯৯ সালে পুলিশে যোগ দেন । 



দক্ষ শ্যুটার হিসাবে রীতিমতো নাম ডাক ছিল মনীশের। পরবর্তীতে মধ্যপ্রদেশের বিভিন্ন থানায় ২০০৫ সাল পর্যন্ত চাকরিও করেন তিনি। অবশেষে দাতিয়া থানার দায়িত্বে থাকাকালীন হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি। তারপর থেকেই ছিলেন বেপাত্তা। তার মানসিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে, তার চিকিৎসাও চলছিল। তারই মধ্যে তিনি বেপাত্তা হয়ে যান। কিন্তু অদৃষ্টের এমনিই পরিহাস অবশেষে তাকে খুঁজে পেলেন তারই পুরনো দুই সতীর্থ। কিন্তু ওই প্রাক্তন অফিসার কোনোভাবেই তার দুই সতীর্থের সাথে যেতে চান না । বর্তমানে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যোগাযোগ করে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। দুই অফিসার কথা বলে তার স্মৃতি ফেরানোর চেষ্টা করেছেন, যদিও ভবঘুরে ঐ অফিসার তাদের সাথে যেতে চান নি। 

Pages