ICC টুইটে বিশ্বকাপে চোখ শাহরুখ খানের - BBP NEWS

Breaking

শনিবার, ২২ জুলাই, ২০২৩

ICC টুইটে বিশ্বকাপে চোখ শাহরুখ খানের

 



বিবিপি নিউজ: ঘনিয়ে এসেছে ক্রিকেট বিশ্বকাপ। এবার ক্রিকেটের অন্যতম সাম্রাজ্য আমাদের দেশের মাঠে আয়োজিত হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। মেগা টুর্নামেন্টের পারদ এখন তুঙ্গে। এর মধ্যেই চমক দিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


বিশ্বকাপের ট্রফির সঙ্গে দেখা গেল বলিউড বাদশা শাহরুখ খানকে। বরাবর ক্রিকেটপ্রেমী হিসাবে পরিচিত শাহরুখ খানকে বিশ্বকাপ ট্রফির সঙ্গে দেখতে পেয়ে উচ্ছ্বসিত  ক্রিকেটপ্রেমীরা। 

এই প্রথমবার সম্পূর্ণভাবে ভারতে আয়োজিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। 



১২ বছরের খরা কাটিয়ে কাপ জিতবে রোহিত ব্রিগেড, সেই আশায় বুক বাঁধছে দেশের ক্রিকেটপ্রেমীরা। এবার ক্রিকেটের সঙ্গে বলিউড আবেগকেও এক সুতোয় বেঁধে ফেলল আইসিসি।



বুধবার রাতে একটি ছবি টুইট করা হয় আইসিসির পক্ষ থেকে। সেখানে দেখা যায়, মৃদু হাসিমুখে বিশ্বকাপের ট্রফির দিকে তাকিয়ে রয়েছেন বলিউড বাদশা। চোখের ভাষাতেই মনে হয়, এবার নিজের দলের হাতেই ট্রফি দেখতে চাইছেন কিং খান।


এই ছবি পোস্ট করে ক্যাপশনে আইসিসি লিখেছে, “বিশ্বকাপের ট্রফি ও কিং খান। খুব কাছেই এসে গেছে।” এই পোস্ট দেখেই তুমুল জল্পনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই সঙ্গে কিং খানের ভক্তদের প্রশ্ন, তাহলে বিশ্বকাপের সময় কি বিশেষ কোনও ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? 

খেলাধুলার সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক দীর্ঘদিনের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি।


 গ্যালারিতে থেকে দলকে সমর্থন করেন নিয়মিত। এছাড়াও কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনালের প্রি-ম্যাচ কভারেজেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ওয়েন রুনির সঙ্গে এক মঞ্চে বসে ফাইনালের আগে ‘পাঠান’ চলচ্চিত্রের প্রচার করেছিলেন তিনি।

 

Pages