বিবিপি নিউজ: ফের খবরের শিরোনামে আমিশা প্যাটেল ও সানি দেওলের ছবি ‘গদর টু’। তবে এবার আমিশা প্যাটেলের জন্য নয়, বরং এই ছবির আরেক অভিনেত্রী সিমরত কৌরের জন্য। সিমরতের সঙ্গমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় হইচই পড়ে গিয়েছে।
‘গদর ২’ এর হাত ধরেই বড় ছবিতে ব্রেক পাচ্ছেন সিমরত। সেই সিমরতেরই অন্তরঙ্গ ভিডিও হঠাৎ করেই ফাঁস হল নেটদুনিয়ায়। অনেকে মনে করছেন এই দৃশ্য আদপে গদর টু ছবির।
Dear @ameesha_patel mam,
We fans of @iamsunnydeol sir & you are v worried seeing all these cheap n sleezy vds n images of the girl @simratkaur_16 who is opp @iutkarsharma in #Gadar2
How can @Anilsharma_dir cast her in a clean film like #Gadar2 when she has done such cheap work? pic.twitter.com/tS87twYmDt
— #Gadar2 Sakina (@LuvAmeesha) July 12, 2023
তবে এই ঘটনায় খোদ সিমরত মুখ না খুললেও, প্রতিবাদ করেছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। আমিশা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সিমরতের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা একেবারেই উচিত হয়নি। তবে প্লিজ সিমরতকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো বন্ধ হোক। নতুন প্রতিভাদের পাশে থাকুন।
আরও দেখুনঃ বাঙালীর মন জয় করতে কতটা আত্মবিশ্বাসী অভিনেতা -সাংসদ দেব
১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে ‘গদর ২’। ছবির টিজারও প্রকাশ্যে এসেছে। এতদিন পর ছবির প্রযোজক-পরিচালক অনিল শর্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন নায়িকা আমিশা প্যাটেল।