মানসিক কারণে বুকে ব্যথা কীভাবে বুঝবেন! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

মানসিক কারণে বুকে ব্যথা কীভাবে বুঝবেন!

 



বিবিপি নিউজ: আমাদের বুকে ব্যাথা হলেই সর্বপ্রথম একটা কথা মনে পড়ে আর সেটা হল গ্যাস। কিন্তু এটা ভুল প্রায় অধিকাংশ সময়  মনে করি হৃদযন্ত্রের সমস্যার কারণে শুধু বুকে ব্যথা হয়। এই ধারণা মোটেও ঠিক নয়। হৃদযন্ত্রের সমস্যা ও মানসিক কারণে বুকে ব্যথা হতে পারে। 


ব্যথা নিয়মিত হতে থাকলে আতঙ্ক দেখা দেয় হৃদরোগের। তবে পেটে গ্যাস হওয়া কিংবা হৃদরোগের সমস্যা ছাড়াও আরও বিভিন্ন কারণে বুকে ব্যথা অনুভূত হতে পারে। মেয়েদের ক্ষেত্রে 

ঋতুস্রাবের আগে, ভারী কিছু ওঠানো, প্রচণ্ড ভয় কিংবা মানসিক অস্বস্তি থেকেও বুকে ব্যথা হতে পারে।  


আন্তর্জাতিক স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের এক প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, মানসিক কারণে সাধারণত আমাদের বুকে ব্যথা হয়ে থাকে..... প্রতিবেদনে বলা হয়েছে– মানসিক কারণে বুকে ব্যথা হওয়ার কিছু লক্ষণ রয়েছে।  আসুন জেনে নিই মানসিক কারণে হওয়া বুকে ব্যথার বেশ কিছু লক্ষণ-


১. প্রচণ্ড ভয় পেলে বুকে ব্যথা হতে পারে ।আর ভয়ের কারণে যদি বুকে ব্যথা হয়েই থাকে, তবে তা নিঃসন্দেহে মানসিক। এ ছাড়া প্রচণ্ড মানসিক অস্বস্তি থেকে বুকে ব্যথা হতে পারে।  


২. চিকিৎসকদের মতে, বুকে ব্যথা নিয়ে অনেক রোগী চিকিৎসা করতে আসেন। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, বুকে ব্যথার পেছনে হৃদযন্ত্রের কোনো ভূমিকা নেই।


৩. বুক ব্যথার সঙ্গে রোগীর প্রচণ্ড ঘাম হ্ওয়া, শরীরে কাঁপুনি ও দম আটকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এর ফলে কখনও কখনও হৃদযন্ত্র বিকল হতে‌ পরে।


৪. পেটের গোলমাল, বমিভাব, বোধশূন্যতা, শারীরিক ভারসাম্য হারানোর সমস্যা হতে পারে। 


৫. এ ধরনের বুকব্যথা বেশিক্ষণ স্থায়ী হয় না, সর্বোচ্চ ১০ মিনিট। ব্যথা যেমন আকস্মিকভাবে আসে, তেমনি আকস্মিকভাবেই মিলিয়ে যায়। 


৬. আতঙ্ক বা মানসিক চাপ থেকে হওয়া ব্যথা বুকে শুরু হয় এবং তা যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণ একই স্থানে অনুভূত হয়। 


৭. হৃদরোগের উপসর্গ হিসেবে বুকের বাম পাশে ও  মাঝখানেও ব্যথা হতে দেখা গেছে। তবে বুকের অন্য যেকোনো অংশে ব্যথা হলে তার নেপথ্যের কারণটা মানসিক হওয়ার সম্ভাবনাই বেশি।


Pages