বিবিপি নিউজ: বকরী ঈদে বাংলাদেশের মাত্র ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরফান নিশো ও তমা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। সেই ছবিটিই এবারের ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। পশ্চিমবঙ্গের একাধিক সিনেমা হলে মুক্তি পাবে বাংলা ছবিটি।
সিনেমার প্রচারণায় অংশ নিতে বুধবার কলকাতায় এসেছেন ছবির নির্মাতা রায়হান রাফি,অভিনেতা আরফান নিশো ও তমা। থাকবেন আগামী ২৪ জুলাই পর্যন্ত। ইতিমধ্যেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা গিয়েছে বাংলাদেশী অভিনেতা নিশোকে।
সেই ছবিতে এক টেবিলে নিশো-রাফিদের সঙ্গে দেখা গেছে জয়া আহসান, পরিচালক সৃজিত মুখার্জী ও মীরকেও। বেশ হাস্যোজ্জ্বল মুহূর্তের এই ছবিটি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বিশেষ সূত্রে জানা গেছে ছবিটি শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) এর কার্যালয়ে তোলা হয়েছে।
এসভিএফ জানিয়েছে, আজ ২১ জুলাই পশ্চিমবঙ্গের ২৯ টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি। যা বাংলাদেশের তুলনায় বেশি।