প্রেমের টানে ভারতে দক্ষিণ কোরিয়ার তরুনী - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

প্রেমের টানে ভারতে দক্ষিণ কোরিয়ার তরুনী

 



বিবিপি নিউজ: প্রেমের টানে যেন সাত সমুদ্র তেরো নদী পার করে পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তরুনী। হ্যা ঠিকই শুনেছেন সুদূর দক্ষিণ কোরিয়া থেকে ভারতে উড়ে এলেন এক তরুণী। কর্মসূত্রে আলাপ। তারপর প্রেম। সেখান থেকেই বিয়ে। 



উত্তরপ্রদেশের শাহাজাহানপুরের সুখজিৎ সিং বিবাহে আবদ্ধ হলেন কোরিয়ার তরুনীর সঙ্গে। তাদের পেম কাহিনী মোটেও সহজ ছিল না। কারণ সুখজিতের স্ত্রী দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। নাম কিম বো নি। 


কিন্তু কীভাবে এই প্রেমের কাহিনীর শুরু? সুখজিৎ জানিয়েছেন, প্রায় ছয় বছর আগে কাজের খোঁজে দক্ষিণ কোরিয়াতে গিয়েছিলেন তিনি। সেখানকার বুসান শহরে একটি কফি শপে কাজ পেয়েছিলেন। সেখানেই বছর ২৩-এর কিম বো নির সঙ্গে আলাপ হয় তাঁর। দু'জনেই একই কফি শপে কাজ করতেন। সেই কফি শপেই দু'জনের প্রেমের শুরু। কিমের কাছে কোরিয়ান ভাষা শিখতে বন্ধুত্ব গড়ায় প্রেমে। এমনকী দক্ষিণ কোরিয়াতে দীর্ঘ চারবছর ধরে তাঁরা লিভ ইনেও ছিলেন। এর মাঝেই ভারতে ছ'মাসের জন্য ফেরেন সুখজিৎ। কিমও সিদ্ধান্ত নেন ভারতে চলে আসার। যেমন ভাবা তেমনই কাজ। সুখজিতের জন্য দক্ষিণ কোরিয়া থেকে ভারতে চলে আসেন কিম। এখানেই শাহাজাহানপুরের একটি গুরুদ্বারে শিখ রীতিতে বিয়েও করেছেন তাঁরা। আপাতত সুখজিতের পরিবারের সঙ্গেই ভারতে রয়েছেন কিম। 


Pages