বিবিপি নিউজ: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবার তলব করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। জানা গেছে, নিয়োগ দুর্নীতি মামলায় ৩১ অগাস্ট সকাল ১১ টায় মন্ত্রীকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাজিরার নোটিস মন্ত্রীর কাছে পৌঁছেছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁকে তলব করা হয়েছে।
ধৃত অয়ন শীলের বাড়ি তল্লাশি চালিয়ে পুরসভার নিয়োগ সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা। তারপর থেকেই তদন্তকারীদের নজরে রয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতি। তদন্তে নেমে ১৪ টি পুরসভায় তল্লাশি চালিয়ে ২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য উঠে আসে গোয়েন্দাদের হাতে। তালিকায় ছিল দক্ষিণ দমদম পুরসভার নাম। আর ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু। সেকারণেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
