বিবিপি নিউজ: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতার হস্টেলে ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এসএসকেএম- হস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু। শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। ঘটনার তদন্তে ভবানীপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম সুতপা কর্মকার। দেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ছাত্রী রায়গঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। সে দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও হস্টেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ ধরে বাথরুমের দরজা বন্ধ ছিল। সুতপারই এক বান্ধবী ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকিতেও সাড়া না মেলায় হস্টেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। খবর যায় ভবানীপুর থানায়। তারপর পুলিশ গিয়ে হস্টেলের বাথরুমের দরজা ভেঙে সুতপার দেহ উদ্ধার করে।ঘটনাস্থলে গিয়েছেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়।
ইতিমধ্যেই পুলিশ সুতপার মোবাইল ফোন সিজ করেছে। কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। সুতপার বান্ধবী ও হস্টেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ। তাঁর বান্ধবীরা জানাচ্ছেন, বেশ কিছু দিন ধরেই কথাবার্তা কমিয়ে দিয়েছিলেন সুতপা। কারোর সঙ্গে বেশি মেলামেশাও করছিলেন না। কেন মন খারাপ, তা জানার চেষ্টা করেছিলেন বান্ধবীরা। কিন্তু সুতপা তাঁদেরও সেভাবে কিছু জানাননি বলে দাবি।
