হাইকোর্টে লুকানো রয়েছে আরডিএক্স, বোমাতঙ্কে ছুটোছুটি গুজরাট শীর্ষ আদালতে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

হাইকোর্টে লুকানো রয়েছে আরডিএক্স, বোমাতঙ্কে ছুটোছুটি গুজরাট শীর্ষ আদালতে

 



বিবিপি নিউজ,গুজরাট: বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে গুজরাট হাই কোর্ট! এমনই হুমকি ইমেলে রীতিমতো আতঙ্ক ছড়াল আদালতে। হুমকি ইমেলের খবর পেয়ে হাই কোর্ট চত্বর খালি করে তল্লাশি চালাল গুজরাট পুলিশ ও ডগ স্কোয়াড। যদিও তল্লাশিতে কোনও কিছুই পাওয়া যায়নি। এই নিয়ে গত জুন মাস থেকে চারবার বোমাতঙ্কের হুমকি ইমেল পেল গুজরাট হাই কোর্ট।


জানা গিয়েছে, সোমবার সকালে হাই কোর্টের ইমেল আইডিতে একটি ইমেল আসে। যেখানে বলা হয়, আদালতের মধ্যে লুকনো রয়েছে বিপুল পরিমাণ আরডিএক্স। যে কোনও মুহূর্তে তাতে বিস্ফোরণ ঘটবে। ঘটনার জেরে পুলিশে খবর পাঠানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে আহমেদাবাদ পুলিশের বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। হাই কোর্ট খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। কোর্ট চত্বরে থাকা গাড়িতেও চলে তল্লাশি। যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পুলিশের দাবি, আদালতের কাজ বন্ধ করার জন্য কেউ ইচ্ছাকৃতভাবে এই আতঙ্ক ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ইমেল প্রেরকের কোনও সন্ধান পাওয়া যায়নি।

Pages