বিবিপি নিউজ: ফের রাজ্যের সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনা। এবার ঘটনাস্থল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। কাজ পাইয়ে দেওয়ার নাম করে নির্যাতনের অভিযোগ। ঘটনা জানাজানি যাতে না হয় তার জন্যও হুমকি দিয়েছেন অভিযুক্ত ।
জানা গেছে, একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এক তরুণী। তাঁর দাবি, ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার (যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন) হাসপাতালের ভিতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেয় বলেও অভিযোগ। এরপর আজ, সোমবার পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ পেয়েই কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ।নির্যাতিতা জানিয়েছেন, “কাজে আসার পর থেকে আমায় বলত, আমি যদি কোনও সম্পর্কে না আসি তাহলে আমার বাড়ির লোককে মেরে ফেলবে। কাজ থেকে তাড়িয়ে দেবে। নিচের রুমে ডেকে খারাপ কাজ করে। আমায় জোর করছিল। আমায় শারীরিক ভাবে জোর করে।”
#Hospital #Rape #Girl #Panskura #Purbamedinipur
